
যা করতে চাই তার ২০% হয়নি: বিক্রম ঘোষ
Updated : 16 Jan, 2023 2:46 PM
AE: Samrat Saha
VO: Suchandrima & Bickram Ghosh
Edit: Arpan Ghosh
করোনাকালে মিউজিক কম্পোজিশন থেকে রেকর্ডিং দু’টোই চলেছে পাল্লা দিয়ে। আর ২০২২ সালে করোনা আতঙ্ক কেটে যাওয়ায় ফিরে পেয়েছেন সেই চেনা কাজের ছন্দ। ফিরে এসেছে পুরনো ব্যস্ততা। বরং আরও বিস্তৃত হয়েছে কাজের পরিধি। একের পর এক শো, কনসার্ট, কিংবা রেকর্ডিং আরও কত কী! তবে হাজারো কাজের ব্যাস্ততার মধ্যেও কলকাতা টিভি অনলাইনকে জানালেন নতুন বছর কীভাবে কাটাবেন। সেই সঙ্গে চলল জমাটি আড্ডাও।
Tags: