
Arijit Singh Concert: আগামী মাসেই শহরে অরিজিৎ সিংয়ের কনসার্ট, তার আগে ব্যক্তিগত ছবি ফাঁস
Updated : 22 Jan, 2023 3:39 PM
AE: Samrat Saha
VO: Sudeshna Nath
Edit: Arpan Ghosh
কলকাতা: মাস কয়েক আগেই ঘোষণা হয়েছিল বলিউডের হার্টথ্রব বাঙালি গায়ক অরিজিৎ সিং এর লাইভ পারফরমেন্স হতে চলেছে ইকো পার্কে। গত মাসেই আচমকা প্রকাশ্যে আসে অরিজিতের কনসার্টের অনুমতি বাতিল করেছে হিডকো কর্তৃপক্ষ। বিতর্কিত এই লাইভ শো আগামী ১৮ ফেব্রুয়ারি হতে চলেছে রাজারহাটের অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কে। কলকাতায় এটাই হবে অরিজিতের সবচেয়ে দীর্ঘ কনসার্ট। তিন ঘন্টা ধরে অরিজিৎ পারফর্ম করবেন। থাকবে অনেক বাংলা গান।
পুরো খবর শুনুন পডকা’য়
Tags: