
Fatafati | New Song | Jotodur Tumi | Javed Ali | জাভেদের কন্ঠে ‘ফাটাফাটি’-র গান
কলকাতা : ১২ মে সিনেমাহলে মুক্তি পাচ্ছে পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের নতুন ছবি ফাটাফাটি। ছবিতে জুটি বেঁধেছেন আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী।টিজারের পর প্রকাশ্যে এল ফাটাফাটি-র নতুন গান যতদূর তুমি।অমিত চট্টোপাধ্যায়ের সুরে ছবির গানটি গেয়েছেন বলিউড গায়ক জাভেদ আলি।আসুন শুনে নি কেমন হল ফাটাফাটির নতুন গান যতদূর তুমি।২০২০সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল অরিত্র মুখোপাধ্যায়ের ছবি ব্রহ্মা জানেন গোপন কম্মটি।মেয়েদের ঋতু নিয়ে সমাজের চিরাচরিত ধ্যানধারনায় আঘাত করেছিল সেই ছবি।বক্সঅফিসে ভাল ব্যবসা করেছিল ব্রহ্মা জানেন গোপন কম্মটি।আরও একবার নতুন সামাজিক বার্তা দেবে অরিত্র মুখোপাধ্যায়ের নতুন ছবি ফাটাফাটি।ফ্যাশন মানে মোটা কিংবা রোগা হওয়া নয়,ফ্যাশন মানে নিজেকে সুন্দর করে সাজানো।এমনই মোটো নিয়ে আসছে ফাটাফাটি।গতবছর ফাটাফাটি-র ঘোষণা করেন ছবির দুই প্রযোজক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।তারপর থেকেই দারুণ চর্চায় ছিলেন ছবির নায়িকা ঋতাভরী চক্রবর্তী।কারণ,ছবির জন্য নিজের ওজন অনেকটাই বাড়িয়েছিলেন তিনি।ফাটাফাটি-তেও একজন ফ্যাশন কনসাস মহিলার চরিত্রে দেখা যাবে ঋতাভরীকে।
প্রথমবার তাঁর সঙ্গে নজর কাড়তে চলেছেন আবির চট্টোপাধ্যায়। পাশাপাশি ফাটাফাটি-তে অভিনয় করেছেন সোমা চক্রবর্তী,স্বস্তিকা দত্ত ছাড়াও আরও অনেকেই। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির দু দুটি গান।যাতে নজর কেড়েছে আবির-ঋতাভরী জুটির অনস্ক্রিন কেমিস্ট্রি।ট্রেলারেও এককথায় ফাটাফাটি দুজনের পারফর্মেন্স। এবার মুক্তি পেল ছবির নতুন গান যতদূর তুমি।গতকালই প্রকাশ্যে এসেছিল গানের টিজার।অমিত চট্টোপাধ্যায়ের সুরে দুর্দান্ত স্যাড সংটি গেয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক জাভেদ আলি।১২ মে বড়পর্দায় মুক্তি পাবে ফাটাফাটি।