
Weather Updates | আজও রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আবহাওয়া জানুন
কলকাতা: বৃষ্টি হলেও ভ্যাপসা গরমে হাঁসফাঁস রাজ্যবাসীর। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনি ও রবিবার বৃষ্টি (Rainfall) হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আগামী চার থেকে পাঁচদিন তাপমাত্রা তিন-চার ডিগ্রি বাড়ার সম্ভাবনাও রয়েছে। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাদিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (Temperature) থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৪৪ থেকে ৮৬ শতাংশ। এদিন বিকেলের পরই শহর জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
এদিকে শনিবারও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিন বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কমলেও, রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ (Thunderstorm) হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে উত্তরের জেলগুলিতে। পার্বত্য এলাকার জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিংপংয়ে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে জানা যাচ্ছে। পাশাপাশি মালদহ এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দফতর।