
Babu Sona | London Shooting | শিশু অপহরণ করতে লন্ডনে শ্রাবন্তী- জিতু
কলকাতা: লন্ডনে শিশু অপহরণের দায়ে নাকি টলিউডের বিতর্কিত অভিনেত্রী শ্রাবন্তী এবং জিতু কামাল! আসল ব্যাপারটা কী!পরিচালক অংশুমান প্রত্যুষের নতুন ছবি ‘বাবুসোনা’। সেই ছবিতেই জুটি বেঁধেছেন সত্যজিৎ রায়-লুক এর জনপ্রিয় অভিনেতা জিতু কামাল এবং বিতর্কিত টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
আপাতত এই দুই তারকা লন্ডনে পাড়ি দিয়েছেন। ছবির গল্প অনুযায়ী ‘বাবু’ এবং ‘সোনা’ দুজনের লন্ডনে থাকেন। সেখানেই তারা একটি শিশু অপহরণ ঘটনায় জড়িয়ে পড়েন। আর সেই ঘটনার জেরেই দুজনের আলাপ হয়। অপহরণের ঘটনায় জড়িয়ে গিয়ে, জড়িয়ে যায় দুজনের জীবন। সেখান থেকেই মোড় নেয় তাঁদের নতুন জীবন। এখান থেকেই ছবির ক্লাইম্যাক্স এ পৌঁছবে চিত্রনাট্য।
অ্যাকশন কমেডি ঘরানার এই ছবিতে জিতুর চরিত্র ‘বাবু’র পেশা হলো সুপারি নিয়ে অপহরণ করা। যদিও সামাজিকভাবে সে একজন আইটি কোম্পানির মালিক। আর পেশায় চোর ‘সোনা’র চরিত্রে থাকবে শ্রাবন্তী।
এস কে মুভিজ এর প্রযোজনায় এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পায়েল সরকার, সাগ্নিক চট্টোপাধ্যায়, আলেকজান্ডার টেলার,অত্রি ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্য ও অন্যান্যদের।
লন্ডনে উড়ে যাওয়ার আগে শ্রাবন্তীর সঙ্গে ছবি পোস্ট করেছেন জিতু। জানা যাচ্ছে খুব শীঘ্রই লন্ডনে ‘বাবুসোনা’র শুটিং শুরু হতে চলেছে। তাদের সঙ্গে লন্ডন গেছেন ভীতুর স্ত্রী নবনীতা ও।