কলকাতা রবিবার, ২৮ মে ২০২৩ |
K:T:V Clock

East Bengal | রাতে এসেই ইস্টবেঙ্গল ক্লাবে রিহারসাল সারলেন সলমন

Updated : 13 May, 2023 5:59 PM
AE: Hasibul Molla
VO: Priti Saha
Edit: Monojit Malakar

কলকাতা: ১৩ বছর পর তিলোত্তমার বুকে এলেন ভাইজান সলমন খান। আর কিছু ঘণ্টা পরেই ইস্টবেঙ্গল মাঠে শো শুরু তাঁর। শো-য়ের নাম রাখা হয়েছে দা-বাং দ্যা ট্যুর রিলোডেড’। লাল-হলুদ শিবিরের তরফ থেকে সলমনের জন্য বিশেষ বরণ পর্বের আয়েজন করেছে। ক্লাবে তরফে লাল-হলুদ উত্তরীয় পরিয়ে ভাইজানকে বরণ করে নেওয়ার পাশাপাশি তাঁকে সদস্য পদ দেওয়া হবে। এরই সঙ্গে স্মারক হিসেবে বিশেষ মুদ্রার আয়োজন করা হয়েছে।

মধ্যরাতেই কলকাতায় পা রেখেছেন সলমন খান। ভোররাতেই বিমানবন্দরে উপস্থিত ছিলেন তাঁর অনুগামীরা। ভাইজানের বিমান ল্যান্ড করার অনেক আগের থেকেই বিমানবন্দর চত্বর মুড়ে ফেলা হয়েছিলে কড়া নিরপত্তার ঘেরাটোপে। ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে শুভেচ্ছে বার্তা দেওয়ার পরই গাড়িতে উঠে যান। এরপর ইস্টবেঙ্গল ক্লাবে বেশ কিছুক্ষণ রিহারসাল করেন সলমন।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটের বাড়িতে গিয়ে দেখা করবেন সলমন খান৷ তারপরই ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি৷ শুধু সলমন নন, এদিন মঞ্চ মাতাতে তৈরি প্রভু দেবা, সোনাক্ষী সিন্‌হা, জ্যাকলিন ফার্নান্ডেজ, আয়ুষ শর্মা, গুরু রণধওয়া। সলমনের ড্যান্স শো-য়ের পাশাপাশি দর্শকদের জন্য গান গাইবেন গুরু রণধওয়া। জানা যাচ্ছে, টিকিটের মূল্য ৩ লক্ষ টাকা ছাড়িয়েছে। এই গোল্ডেন লাউঞ্জে থাকছে সুরা পানের ব্যবস্থাও। এছাড়া ৬৯৯ টাকা দিয়ে শুরু হচ্ছে প্রথম ধাপের টিকিট। 

রিল কিংবা রিয়েল লাইফ সর্বত্রই অনুরাগীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন ভাইজান। তবে এই মুহূর্তে বলিউড অভিনেতার জীবননাশের একাধিক হুমকিতে তার সুরক্ষা নিয়ে সকলেই চিন্তিত। মুম্বইয়ের পুলিশ প্রশাসন বাড়িয়েছেন তাঁর নিরাপত্তার বেড়াজাল। সলমন খান নিজের নিরাপত্তা আরও জোরদার করতে দুবাই থেকে আনিয়েছেন বিশেষ বুলেটপ্রুফ গাড়ি।কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রারের নজরে রয়েছেন অভিনেতা৷ বারবার অভিনেতাকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে বলে খবর সূত্রের৷ কলকাতার পুলিশের তরফ থেকেও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। তাজ বেঙ্গল থেকে ইস্টবেঙ্গল ক্লাব সর্বত্র নজরদারি চালাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা।