
Tarakeswar Local | বুধবার ভোরে তারকেশ্বর লোকালে অগ্নিকাণ্ড
কলকাতা: বুধবার ভোরে তারকেশ্বর লোকালে (Tarakeswar Local Train) অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, যাত্রী ভর্তি কামরায় আগুন (Fire Incident) লাগে। আগুন লাগায় ট্রেনের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। ভোর পাঁচটা নাগাদ ট্রেনটি বাহিরখণ্ডে দাঁড়ালে সেখানেই চলে আগুন নেভানোর কাজ। আধঘণ্টা পর ফের গন্তব্যের উদ্দেশে যাত্রা করে ট্রেনটি। হতাহতের কোনও খবর নেই।
এদিন ভোরে ৩ নম্বর বগির নিচ থেকে কালো ধোঁয়া বের হতে দেখে যাত্রীরা। আগুন দেখে আতঙ্কিত পড়ে ওই কামরার যাত্রীরা। অনেকে নিজেদের মালপত্র নিয়ে সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নেমে পড়েন। বিশৃঙ্খলা সৃষ্টি হয় সাতসকালে। এরপর ৪টে ৫৮ মিনিট নাগাদ বাহিরখণ্ডে এসে দাঁড়ায় ট্রেনটি। আধঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। যাত্রীদের নিয়ে ফের রওনা দেয় ট্রেন। শ্যাওড়াফুলিতে ফের ট্রেনের কিছু মেরামতির কাজ হয়। তারপর গন্তব্যে পৌঁছায় তারকেশ্বর লোকাল। ফলে নির্ধারিত সময়ের চেয়ে অনেকটাই দেরিতে গন্তব্যে পৌঁছান যাত্রীরা।
জানা গেছে, ভেন্ডার কামরার কাছাকাছি একটি বগিতে আগুন লাগে। যদিও পণ্যসামগ্রী বা শাকসবজির ক্ষতি হয়নি। তবে ভেন্ডার বগির কাছে আগুন লাগায় সবজি ব্যবসায়ীরা তাঁদের মালপত্তর নিয়ে ট্রেন থেকে নেমে পড়েন। এতে সাময়িক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কী ভাবে আগুন লাগল সেই কারণ অবশ্য স্পষ্ট নয়। রেলের তরফে জানানো হয়েছে, ব্রেক এবং চাকার সংযোগস্থলে যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন লেগে গিয়েছিল। এরপরই যাত্রী সুরক্ষা প্রশ্ন উঠতে শুরু করেছে। কাজের দিনে এই অগ্নিকাণ্ডের ঘটনায় রেল পরিষেবা ব্যাহত হয়। নির্ধারিত সচির থেকে বেশ কিছুটা দেরিতে টেন চলাচলের কারণে বিপাকে যাত্রীরা ।