
Weather Updates | বিকেলের পরই ভিজতে পারে শহর, হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে
কলকাতা: প্রতিদিনই পূর্বাভাস থাকছে বৃষ্টির (Rainfall Forecast)। তবে বিক্ষিপ্ত বৃষ্টিতে সেভাবে ভাসছে না শহর থেকে জেলা। বৃহস্পতিবারও বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। ইতিমধ্যে বেশকিছু জেলায় শুরু হয়েছে বৃষ্টি (Rainfall)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বভাস অনুযায়ী, এদিন সকাল ও বিকেলে শহর এবং লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে এদিন সকাল থেকে উত্তর ২৪ পরগনা সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস (Weather Department)।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বিকেলের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এই সময় সকলকে নিরাপদে স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের তরফে কলকাতা এবং দুই ২৪ পরগনায় হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে। তবে বর্ষণেও কলকাতার তাপমাত্রায় (Temperature) বিশেষ হেরফের ঘটবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস।
গতকালই পূর্বাভাস ছিল, বুধবার বিকেলের পর ঝড় হতে পারে কলকাতা এবং লাগোয়া এলাকায়। তবে ঝড় না হলেও গতকাল বিকেলে শহরের নানা প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। বৃষ্টি হলেও গত কয়েক দিনে গরমের অস্বস্তি ক্রমশই যেন বাড়ছে। রোদের তীব্রতায় রাস্তায় বেরিয়ে হাঁপিয়ে উঠছেন সাধারণ মানুষ। তাপমাত্রাও পৌঁছে যাচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। হাওয়া অফিস সূত্রে খবর, এদিন বিকেলের দিকে এই কালবৈশাখীর ফলে গুমোট আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি মিলবে শহরবাসীর। আগামী দু-তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।