
Adhir Ranjan vs Modi | ‘মোদি পাগলা’, বেনজির আক্রমণ অধীরের, পরে দিলেন সাফাই
মুর্শিদাবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রীকে ‘পাগলা মোদি’ বলে কটাক্ষ করেন তিনি। মঙ্গলবার তিনি বলেন, ‘মোদির বিদায় ঘণ্টা বাজতে শুরু করে দিয়েছে। একটা একটা করে রাজ্য হাত থেকে চলে যাচ্ছে। গোটা দেশে ৬৩ শতাংশ ভোট মোদির বিরুদ্ধে। এমনিতেই দেশের অর্থনীতি ভেঙে চুরমার হয়ে গিয়েছে, তার মধ্যে ঘোষণা করা হল বাজারে ২০০০ টাকার নোট আর চলবে না। এ তো মোদি নন, লোকে বলছে ‘পাগলা মোদি’। ভারতবর্ষের মানুষ বিজেপি সরকারের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠেছে।’
অধীরের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই পাল্টা তাঁকে তোপ দেগেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘এই প্রথমবার নয়, অধীর চৌধুরী নিয়মিত প্রধানমন্ত্রীকে নিয়ে অসাংবিধানিক শব্দ ব্যবহার করে চলেছেন। আমি তাঁর মন্তব্যের প্রবল নিন্দা করছি। অবিলম্বে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়া উচিত।’ যদিও এরপরেই সুরবদল করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। অধীরের সাফাই, সাধারণ মানুষের আবেগকে মর্যাদা দিতে গিয়েই একথা বলেছেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০০০ টাকার নোট দেশে বৈধ। ইতিমধ্যেই সেই নোট বদলের প্রক্রিয়াও শুরু হয়েছে। ব্যাঙ্কে গিয়ে যে কোনও ব্যক্তি সেই নোট বদল করতে পারবেন। যদিও এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেন, ‘৩০ সেপ্টেম্বরের পরেও ২০০০ টাকার নোট দেশে বৈধ থাকবে। দেশবাসী যাতে বিষয়টা গুরুত্ব সহকারে নেন সেই কারণে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছি।’