চলুন বেড়িয়ে আসি, উইকেন্ডের ছুটিতে বাঁকিপুট
Updated : 16 Jan, 2023 4:43 PM
AE: Samrat Saha
VO: Indrani Banerjee
Edit: Arpan Ghosh
ব্যস্ত সময়, হাতে অবকাশ কম। উইকেন্ডে (Weekend) সীমিত ছুটি, কিন্তু সেইভাবে উপভোগ করা যায় না। ঘরে থাকতে কারই বা মন চায়। যদি হাতের কাছে ঘুরে আসার জন্য জায়গা থাকে, তাহলে ক্ষতি কী! লোকে বলে, বাংলায় মরভূমি (Desert) ছাড়া আর সবকিছুই আছে। কিন্তু আপনার কোনটা পছন্দ সেটা আগে বেছে নিতে হবে। পাহাড়-পর্বত, নাকি নদী (River)? অনেকের আবার সমুদ্র সৈকত (Sea Beach) পছন্দ। বিশেষ করে সপ্তাহান্তের ছুটিটা সি বিচে ঘুরে কাটালে মন্দ হয় না। এরকম একটা জায়গায় যেতেই পারেন। বাঁকিপুট। শহরের কোলাহল থেকে দূরে, সমুদ্রের হাওয়ায় নিজের মুড খানিকটা ফ্রেশ করে নিতে। এখানেই আবার রয়েছে শতাব্দীপ্রাচীন সেই মন্দির, যার উল্লেখ আপনি কপালকুণ্ডলা উপন্যাসেও পাবেন। হাতে খানিকটা সময় বাঁচলে আপনি দেখে আসতেও পারেন।
Tags: