‘ভূমি’-তে আর ফিরব না: সুরজিৎ চট্টোপাধ্যায়
Updated : 16 Jan, 2023 3:26 PM
AE: Samrat Saha
VO: Suchandrima & Surajit Chatterjee
Edit: Arpan Ghosh
মঞ্চে উঠলে আজও শ্রোতাদের মধ্য থেকে অনুরোধ আসে ভূমি-র গান ‘কান্দে শুধু মন’, ‘বারান্দায় রোদ্দুর’, ‘ভ্রমর’। এখন অবশ্য সেই তালিকা আরও বেড়েছে- ‘রঙ্গবতী’। তবে ‘প্রজাপতি’ সিনেমা মুক্তি পাওয়ার পর ‘বোম বোম ভোলে বোম’ গান শোনার চাহিদা যে কয়েকগুন বাড়বে এ নিয়ে কোনও সন্দেহই নেই।
তবে এতগুলো কথা যাঁকে নিয়ে তিনি – সুরজিৎ চট্টোপাধ্যায়। হ্যাঁ, ভূমি ব্যান্ডের সুরজিৎ। তবে ঝুঁটি বাঁধা, সদাহাস্য, লম্বা গড়নের এই সুরকার ‘কলকাতা টিভি ’কে জানালেন, ‘ভূমি’তে আর ফিরতে পারব না। ফিরে যাওয়ার ইচ্ছে নেই, ফেরার আর কোনও সম্ভাবনা নেই। সৌমিত্র আছে, ওদের মতো করে আছে।
Tags: