Placeholder canvas
কলকাতা শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩ |
K:T:V Clock

যুবরাজের উদ্দেশে টুইট ইরফান পাঠানের

Updated : 16 Jan, 2023 5:46 PM
AE: Samrat Saha
VO: Joyjyoti Ghosh
Edit: Arpan Ghosh

যুবরাজ সিং (Yuvraj Singh)-ইরফান পাঠানের (Irfan Pathan) টুইটে নস্ট্যালজিক ক্রিকেট দুনিয়া। গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত জয় পায় ভারত। শুবমান গিলের (Shubman Gill)শতরানের পর শুভেচ্ছা জানাতে টুইট করেন যুবি। টুইটে লেখেন, ‘ভালো খেলেছ শুবমান। অপরপ্রান্তে, বিরাট কোহলিও দুর্দান্ত ব্যাটং করেছে।কিন্তু আমার কাছে চিন্তার বিষয় অর্ধেক স্টেডিয়াম ফাকা কেন? ওয়ান ডে ক্রিকেট কি অবলুপ্তির পথে?’

বেশি দেরি না করে ইরফান পাঠান (Irfan Pathan) পাল্টা টুইট করেন, ‘ভাই, প্যাড পরে নাও। দর্শক আপনাআপনি চলে আসবে।’ পাঠানের এই টুইটে নস্ট্যালজিক প্রত্যেকে।