Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

রোহিনীতে গেলেই দেখা মিলবে এক অপরূপ লেকের

Updated : 16 Jan, 2023 4:16 PM
AE: Samrat Saha
VO: Soumi Ghosh
Edit: Arpan Ghosh

২০০৪ সালে তৎকালীন দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের সুপ্রিমো সুবাস ঘিসিং (Darjeeling Gorkha Hill Council chairman Subhash Ghisingh) রোহিনী লেক (Rohini Lake)-এর উদ্বোধন করেছিলেন। তারপর দীর্ঘ সময় অতিক্রান্ত হয়েছে, বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে লেকটি জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। কিছুদিন আগেই রাজ্য সরকার কার্শিয়াং (Kurseong) থেকে রোহিনী পর্যন্ত রোপওয়ে (Ropeway) চালানোর সিদ্ধান্ত নেয়। তারপরেই রোহিনী লেকটি সংস্কারের কাজে হাত দেয় গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (Gorkhaland Territorial Administration)। পুরোটা না হলেও, লেকের প্রায় অনেকটাই সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। ২২ একর জমি নিয়ে এই লেকটি গড়ে উঠেছে।