ভাঙড়ে তৃণমূলে যোগ আইএসএফের বুথ সভাপতি সহ ১০০ জনের
ভাঙড়: তৃণমূলের (TMC) বিজয়া সম্মিলনী থেকে আইএসএফ (ISF) ছেড়ে তৃণমূলে যোগ (TMC Joining)। রবিবার ভাঙ্গড়ের (Bhangar) ১ নম্বর ব্লক তৃণমূলের পক্ষ থেকে একটি বিজয় সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla)। ওই বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে শওকতের হাত ধরে শকুন্তলা এলাকার আইএসএফের বুথ সভাপতি সহ ১০০ জন আইএসএফ কর্মী তৃণমূলে যোগদান করেন। এদিনের এই বিজয় সম্মেলনীর মঞ্চে থেকে একগুচ্ছ কর্মসূচির পাশাপাশি এলাকার গুণীজন ব্যক্তি ও পুজো কমিটিদেরকে পুরস্কৃত করা হয়।
আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ প্রসঙ্গে বিধায়ক শওকত মোল্লা বলেন, ভাঙ্গড় এক নম্বর ব্লকের ৮০ শতাংশ মানুষ আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। পাশাপাশি সিপিআইএম ও আইএসএফ জোট সাধারণ মানুষ মেনে নিতে পারেননি। তাই তাঁরা আইএসইফ ছেড়ে তৃণমূলে যোগদান করছেন।