Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Mountaineering Record | ১২ বছরে শৃঙ্গ জয় করে বিশ্ব রেকর্ড খুদের

Updated : 27 Jul, 2023 10:05 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

গোয়া: ১২ বছর বয়সে ৬ হাজার মিটার শৃঙ্গ জয় করে রেকর্ড গড়ে নজির নাবালিকার। গোয়ার গুঞ্জনপঙ্কজ প্রভু নাভরেকর ৬২ ঘণ্টায় লাদাখের মারখা ভ্যালির ৬ হাজার মিটারের তিনটি শুঙ্গ জয় করে বিশ্ব রেকর্ড গড়ল। গুঞ্জনের এই সাফল্য়ে অনেকটাই খুশি তার পরিবারের সকলে। মাত্র ১২ বছর বয়সে এই সাফল্যের পর গুঞ্জনের পরবর্তী লক্ষ্য মাউন্ট এভারেস্ট জয়। 

গোয়ার জ্ঞান বিকাশ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী গুঞ্জন। ছোট থেকেই তার পর্বতারোহণের ইচ্ছা। সেই ইচ্ছা থেকেই এবার বিশ্ব রেকর্ড গুঞ্জনের। লাদাখের তিনটি শৃঙ্গ মাউন্ট ক্যাং ইয়াৎসে-২ (৬২৫ মিটার), মাউন্ট রেপোনি মাল্লারি-১ (৬০৯৭ মিটার) এবং মাউন্ট রেপোনি-২ (৬১১৩ মিটার) সফলভাবে জয় করে। তার এই শৃঙ্গ জয় করতে ৪৯ ঘণ্টা সময় লেগেছে। পাশাপাশি গোটা কর্মসূচি অর্থাৎ বেসক্যাম্প থেকে বেসক্যাম্প পর্যন্ত মোট সময় লেগেছে ৬২.৫ ঘণ্টা। যা গোটা বিশ্বে একটি নতুন রেকর্ড। 

একটি সংবাদমাধ্যম সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে গুঞ্জন জানায়, তার এই গোটা ট্রেকের অভিজ্ঞাতা সম্পর্কে জানায়। গুঞ্জন বলে, ট্রেকের সময় আবহাওয়ার পরিস্থিতি খুব খারাপ ছিল। আমরা আশা করেছিলাম আকাশ পরিস্কার থাকবে এবং কোনও স্নোফল হবে না। কিন্তু তারপরেও অত্যাধিক স্নোফলের কারণে হাঁটতে খুব সমস্যায় পড়তে হয়।  এর ফলে হাটু পর্যন্ত বরফের নীচে চলে যায় পা। যার ফলে হাঁটতে সমস্যা হয়েছিল এবং আমরা খুব ক্লান্ত হয়ে যাই। তাছাড়া আহত হওয়ার আশঙ্কাও থেকে যায়। তবে আমাদের মধ্যে কেউ আহত হয়নি।