কলকাতা মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩ |
K:T:V Clock

কলকাতার খুব কাছে ঘুরে দেখার জন্য মনোরম ৫টি জায়গা

Updated : 16 Jan, 2023 4:54 PM
AE: Samrat Saha
VO: Indrani Banerjee
Edit: Arpan Ghosh

নভেম্বর মানেই দুয়ারে কড়া নাড়ছে শীত (Winter Season)। আসতে আসতে কমতেও শুরু করেছে পরিবেশের তাপমাত্রা। আর শীতের আগমণ মানেই দূরে হোক কিংবা কাছে, খানিকটা বেড়িয়ে আসা। পর্যটন এবং ভ্রমণ (Tourism and Travel) নিয়ে বাঙালির ইন্টারেস্ট আবার অন্যান্যদের তুলনায় বেশি। পরিবেশে শীতের আমেজ বেড়ানোতে বিশেষ মাত্রা যোগ করে দেয়। উইকেন্ডে হলিডে কিংবা হাতে তিন-চারদিনের ছুটি থাকলে, কলকাতার (Kolkata) আশেপাশেই বেড়ানোর জায়গা রয়েছে অনেক। শুধু খুঁজে নেওয়া যে আপনি কোথায় যেতে চান। আমাদের এই বাংলায় বেড়ানোর জায়গায় তো আর অভাব নেই, মন চাইলেই বেরিয়ে পড়া।