
সবুজের মাঝে অযোধ্যা পাহাড়ে গেলে ভুলে যাবেন সব টেনশন
অযোধ্যা পাহাড়। বর্ষা ছাড়াও শীতকালে বেড়াতে যাওয়ার জন্য অন্যতম পর্যটনস্থল (Tourist Spot)। সবুজ গাছপালায় ভরা পাহাড়, জঙ্গল, পাহাড়ের পাদদেশ, নদী এবং লেক সবই রয়েছে এখানে। উইকেন্ড কেন, ৩-৪ দিনের ছুটি কাটানোর জন্য দুর্দান্ত জায়গা। অযোধ্যা পাহাড় ছোট নাগপুর মালভূমির অন্তর্গত। কলকাতা থেকে দূরত্ব ৩৩২ কিলোমিটার। শহরের কোলাহল থেকে দূরে সবুজের মাঝে আপনি মন চাইলেই হারিয়ে যেতে পারেন শান্ত পরিবেশে। পশ্চিমে রয়েছে সুবর্ণরেখা নদী আর উত্তরে রয়েছে কংসাবতী ও কুমারী নদী। আপনি যদি ট্রেকিং (Trekking) ভালোবাসেন, তাহলে আপনার জন্য অযোধ্যা পাহাড় ভালো টুরিস্ট ডেস্টিনেশন (Tourist Destination) হতে পারে। পর্বোত আরোহণ শেখার জন্য অযোধ্যা পাহাড়ের আলাদা গুরুত্ব আছে। অযোধ্যা পাড়ে যাওয়ার উদ্দেশ্যে মূলত তিনটি পথ ব্যবহার করা হয় – শিরকাবাদ, ঝালদা এবং বাগমুণ্ডি। পরিবার নিয়ে বেড়াতে আসার জন্য দারুণ জায়গা। প্রকৃতির মাঝে আপনার সব টেনশন দূর হয়ে যাবে।