
Anushka Sharma | Cannes Film Fest 2023 | কান চলচ্চিত্র উৎসবের বিশেষ অতিথি অনুষ্কা
কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে এবার হাঁটবেন অনুষ্কা শর্মা। এই প্রথমবার বিরাট ঘরণী এই ঐতিহ্যবাহী চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছেন। বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়ার পর এবার অনুষ্কা। এ মাসের ১৬ তারিখ থেকে শুরু হবে এই উৎসব। ভারতে ফরাসি এম্বাসেডর এমান্যুল লেনেইন সম্প্রতি একটি ছবি টুইট করেছেন। যেখানে দেখা যাচ্ছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে। তিনি লিখেছেন,’বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হলো। আশা করছি বিরাট ও তাঁর ভারতীয় দল তাদের আগামী টুর্নামেন্ট গুলিতে দারুণ খেলবে। অনুষ্কার সঙ্গে কান ফেল ফেস্টিভাল এ যাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে’। ভারতীয় মহিলাদের ছবিতে সম্মান জানাতে এবার কানে হাজির থাকবেন অনুষ্কা শর্মা। এবারের রেড কার্পেটে উপস্থিত থাকবেন হলিউড তারকা কেট উইন্সলেটও।
প্রসঙ্গত,এর আগে কানের রেড কার্পেট আলো করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন,সোনম কাপুর,দীপিকা পাড়ুকোন এর মত বলিউড তারকারা।অন্যদিকে বিরাটের দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল এর প্রথম চারে থাকার জন্য লড়াই চালাচ্ছে। আগামীকাল অর্থাৎ ৬ মে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে বিরাটের দল। তাই রাজধানীর শহরে পৌঁছে গিয়েছেন বিরাট কোহলিরা। সেখানেই অনুষ্কার সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরাট।