কলকাতা মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ |
K:T:V Clock

Coal India | কয়লার শেয়ার বেচল কেন্দ্র

Updated : 6 Jun, 2023 4:49 PM
AE: Hasibul Molla
VO: Priti Saha
Edit: Silpika Chatterjee

কলকাতা: কিছুটা চুপিসারেই কোল ইন্ডিয়ায় সরকারের শেয়ারের একাংশ বেচে দিল কেন্দ্র। গত সপ্তাহে স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে এমনটাই জানিয়েছে কোল ইন্ডিয়া লিমিটেড। সরকারি সংস্থার শেয়ার বিক্রি নিয়ে নানা মহলের আপত্তি অগ্রাহ্য করেই বেসরকারিকরণ চালিয়ে যাবে কেন্দ্র, কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে ইঙ্গিত মিলছে এমনই। ৪ জুন শেষ হওয়া সপ্তাহে স্টক এক্সচেঞ্জে আনুষ্ঠানিক ভাবে কোল ইন্ডিয়া জানিয়ে দিল, তারা কেন্দ্রের শেয়ারের ৩ শতাংশ বিক্রি করে দিয়েছে। 

শেয়ার বেচে ভরছে কোষাগার

কেন্দ্রের হাতে কোল ইন্ডিয়ার ৬৬.১৩ শতাংশ শেয়ার ছিল। গত সপ্তাহে ৩ শতাংশ বিক্রি করার পরে তা নেমে হয়েছে ৬৩.১৩ শতাংশ। ৩ শতাংশ শেয়ার বেচে কেন্দ্র রোজগার করেছে ৪ হাজার ১৮৫ কোটি টাকা। এই নিয়ে চলতি ২০২৩-২৪ অর্থবর্ষে কেন্দ্র শেয়ার বিক্রি করে আয় করল ৪ হাজার ২৩৫ কোটি টাকা। এই অর্থবছরে বেসরকারিকরণ করে কেন্দ্রের রোজগারের লক্ষ্যমাত্রা ৫১ হাজার কোটি টাকা।

শেয়ার বাজারের তথ্যে জানা যাচ্ছে, ১ জুন শেয়ার বিক্রি করা হয়েছে প্রাতিষ্ঠানিক ক্রেতাদের। ২ জুন শেয়ার কিনতে পেরেছেন খুচরো লগ্নিকারীরা। প্রতি শেয়ারের দাম ধার্য হয়েছিল ২২৫ টাকা, যা ওই সময়ে বাজার দরের থেকে প্রায় ৭ শতাংশ কম। ৩০ মে কোল ইন্ডিয়ার শেয়ার দর উঠেছিল ২৪৭ টাকা পর্যন্ত, কিন্তু শেয়ার বিক্রির খবরে বাজার দর পড়ে যায়। ৬ জুন, মঙ্গলবার দুপুরে কোল ইন্ডিয়ার শেয়ার ২২৭ টাকায় বিকোচ্ছে। এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, কর্মী সংগঠন ও নানা ট্রেড ইউনিয়নের আপত্তিকে পাত্তা না দিয়েই জোরকদমে চলবে রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের কাজ। বাদ যাবে না দেশের শ্রেষ্ঠ নবরত্ন কোম্পানিগুলিও।