কলকাতা রবিবার, ০১ অক্টোবর ২০২৩ |
K:T:V Clock

Indian Passport | ভিসা ছাড়াই ভারতীয় পাসপোর্টে ভ্রমণ করা যাবে ৫৭টি দেশ

Updated : 21 Jul, 2023 12:40 AM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

লন্ডন: ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’ পাক্সপোর্ট রাঙ্কিংয়ের (Passport Ranking) তালিকায় পাঁচ ধাপ এগিয়ে এলো ভারতীয় পাসপোর্ট (Indian Passport)। যার ফলে এখন ভিসা ছাড়াই ৫৭টি দেশে ভ্রমণ করতে পারবেন ভারতীয় পাসপোর্ট ধারীরা। ২০২২ সালে ৮৫ তম স্থানে ছিল ভারত, কিন্তু গত মঙ্গলবার ১৮ জুলাই প্রকাশিত ওই তালিকায় দেখা যায় একবারে পাঁচ ধাপ অর্থাৎ ৮০তম স্থানে চলে এসেছে ভারতীয় পাসপোর্ট। ভারতের সঙ্গে একই ক্রমে রয়েছে টোগো এবং সেনেগালের মতো দেশের পাসপোর্টও। 

৮০তম স্থানে থাকায় ভিসা ছাড়াই ভারতীয় পাসপোর্ট নিয়ে এখন ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, রোয়ান্ডা, জামাইকা এবং শ্রীলঙ্কার মতো বিশ্বের ৫৭টি দেশে ভিসা ছাড়াই যাওয়া যাবে। তবে, এখনও বিশ্বের ১৭৭টি দেশে প্রবেশের জন্য ভারতীয়দের আগে থেকে ভিসা করাতে হবে। এর মধ্যে রয়েছে, চিন, জাপান, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি। 

এদিকে দীর্ঘর পাঁচ বছর পর ওই পাসপোর্ট ব়্যাঙ্কিং তালিকার প্রথম স্থান থেকে সরে গেল জাপান। কিন্তু বর্তমানে এই তালিকায় তৃতীয় স্থানে নেমে গিয়েছে। তার জায়গা নিয়েছে সিঙ্গাপুর। অর্থাৎ বর্তমানে বিশ্বের সবথেকে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের। যার ফলে এখন ভিসা ছাড়াই সেই দেশের পাসপোর্ট নিয়ে বিশ্বের ১৯২টি দেশে ভ্রমণ করতে পারবেন। ২০২১ সালেও এই তালিকার শীর্ষে ছিল সিঙ্গাপুর। 

গত পাঁচ বছর ধরে এই তালকার শীর্ষে স্থানে থাকার পর তৃতিয় স্থানে নেমে গিয়েছে জাপান। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তিন ইউরোপীয় দেশ – জার্মানি, ইটালি এবং স্পেন। এই তিন দেশের নাগরিকরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন ১৯০টি দেশে। তৃতীয় স্থানে জাপান ছাড়া আছে অস্ট্রিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, লুক্সেমবার্গ, দক্ষিণ কোরিয়া এবং সুইডেন। এই দেশগুলির নাগরিকরা ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন ১৮৯টি দেশে। 

এই তালিকার সবথেকে নীচে রয়েছে তালিবান শাসিত আফগানিস্তান। আফগান পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়া মাত্র ২৭টি দেশে যাওয়া যাবে। পাকিস্তান আছে আফগানিস্তানের দুই ধাপ আগে, ১০০তম স্থানে। পাক পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়া যাওয়া যাবে ৩৩ দেশে। নেপাল আছে ৯৮তম স্থানে, বাংলাদেশ ৯৬তম, শ্রীলঙ্কা ৯৫তম, ভুটান ৮৪তম, চিন ৬৩তম স্থানে। চিনা পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়া যাওয়া যাবে ৮০টি দেশে।