
একই ম্যাচে দুই ভারতীয় বোলারের রেকর্ড ভাঙলেন কুলদীপ
গায়ানা: মঙ্গলবার গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি২০ ম্যাচে জ্বলে উঠলেন ভারতের তারকা স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav)। চার ওভারে ২৮ রান দিয়ে তিন উইকেট নেন ভারতের চায়নাম্যান। সেই সঙ্গে মাত্র ২৯ ম্যাচে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে ৫০ উইকেট নিলেন তিনি। অজন্তা মেন্ডিস ২৬ ম্যাচে এই কৃতিত্ব করেছিলেন, তাঁর পরে দ্বিতীয় দ্রুততম কুলদীপই। এছাড়াও ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar) রেকর্ড ভাঙলেন তিনি। ৩৩ বছরেরে ভুবনেশ্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৮ ম্যাচ খেলেছেন। এখনও পর্যন্ত ১৩ উইকেট নিয়েছিলেন ভুবি। তবে মঙ্গলবারের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ উইকেট নেওয়ায় এখন ১৫ উইকেটের মালিক চায়নাম্যান।
বাঁ হাতের বুড়ো আঙুলে চোটের কারণে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি কুলদীপ। তবে তৃতীয় ম্যাচে ফিরে এসে ভারতকে সিরিজ হারের থেকে রক্ষা করলেন তিনি। তর সঙ্গে গড়লেন নতুন রেকর্ড। ভাঙলেন ভুবনেশ্বর কুমারের নজির। কুলদীপের নতুন রেকর্ডে খুশি তাঁর সতীর্থরা। শুভেচ্ছা জানিয়েছেন কোচ রাহুল দ্রাবাড়ি। শুধু ভুবনেশ্বর কুমার নয় এদিন আরও এক ভারতীয় বোলারের রেকর্ড ভাঙলেন কুলদীপ। জবেন্দ্র চাহালেরও রেকর্ড ভেঙে সারা বিশ্বের মধ্যে কুলদীপ দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রভম্যান পাওয়েল (Rovman Powell)। ওপেনার ব্র্যান্ডন কিং ৪২ বলে ৪২ রানের ইনিংস খেলেন। কুলদীপ যাদবকে আক্রমণে আনেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তাঁকে আক্রমণের রাস্তা বেছে নেন নিকোলাস পুরান (Nicholas Pooran)। কুলদীপকে একটা ছয় এবং একটা চার মারলেও পাল্টা মার দেন তিনি। চার ওভারে ২৮ রান দিয়ে তিন উইকেট নেন ভারতের চায়নাম্যান। সেই সঙ্গে ৩০তম টি-২০ ম্যাচে ৫০টি উইকেট নেন তিনি। চাহাল ৫০টি উইকেট নিতে সময় লেগেছিল ৩৪ ম্যাচ।