কলকাতা শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

২৫ বছরে সবথেকে বেশি গুগল সার্চ কী কী বিষয়ে 

Updated : 17 Dec, 2023 11:15 PM
AE: Abhijit Roy
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: গুগল (Google)। ছোট্ট একটা শব্দ, অথচ তার পরিধির বিস্তৃতি সীমাহীন। যে কোনও তথ্য জানতে একবার গুগল সার্চ (Google Search) করলেই হল। মাকড়সার ক’টা পা থেকে পানিপথের যুদ্ধের সাল, তানজানিয়ার প্রেসিডেন্টের নাম থেকে প্রস্তর যুগের খবর, সবই জানা যায় গুগলে। এহেন ‘এনসাইক্লোপিডিয়া’ ২৫ বছর পূর্ণ করল। এই ২৫ বছরে অগুন্তি বিষয় সার্চ করেছে পৃথিবীর মানুষ। গুগলের তরফে প্রকাশ করা হল এক তালিকা। ২৫টি বিভাগে সবথেকে বেশিবার যাকে বা যাদের বা যে জিনিস খোঁজা হয়েছে, এ তারই তালিকা। সঙ্গীতশিল্পী থেকে বিজ্ঞানী হয়ে চুলের ছাঁট, সবই রয়েছে সেই তালিকায়।