Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু ৫ ডিসেম্বর

Updated : 30 Nov, 2023 5:23 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: বুধবার সন্ধ্যায় রবীন্দ্রসদনে ঢাকে কাঠি পড়ল ২০২৩ এর বিশ্ব সিনেমার বঙ্গ মহোৎসবের । আনুষ্ঠানিকভাবে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিনক্ষণ ও অনুষ্ঠানসূচি ঘোষণা করলেন এই উৎসবের প্রধান উপদেষ্টা মন্ত্রী অরূপ বিশ্বাস।

২৩টি জায়গায় ফিচার, শর্ট ও ডকুমেন্টারি মিলে মোট ১৫৯টি ছবি দেখানো হবে এবারের উৎসবে। ৫ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন সলমন খান। বুধবার রবীন্দ্রসদনে এই উৎসবের থিম সং প্রকাশ করা হয়। যা গেয়েছেন অরিজিৎ সিং।

উদ্বোধনী ছবি হিসেবে নেতাজি ইনডোরে দেখানো হবে দেয়া নেয়া। এবারের চলচ্চিত্র উৎসবের ক্যাচ লাইন, বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণ। ফোকাস কান্ট্রি স্পেন ও অস্ট্রেলিয়া। শুধু রিয়েল ল্যাঙ্গুয়েজ হিসেবে নয়, এবার সাঁওতালি ভাষায় চলচ্চিত্র দেখানো হবে মেন স্ট্রিমেও।

এদিনের অনুষ্ঠানে অরূপ বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন ইন্দ্রনীল সেন, রাজ চক্রবর্তী, চিরঞ্জিত চক্রবর্তী, হরনাথ চক্রবর্তী, বীরবাহা হাঁসদা, অরিন্দম শীল, সোহম, মিমি, জুন মালিয়া, গৌতম ঘোষ, সুদেষ্ণা রায়ে প্রমুখ।