Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

RCB vs KKR ম্যাচে হল এই তিন রেকর্ড

Updated : 30 Mar, 2024 11:27 PM
AE: Samrat Saha
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

বেঙ্গালুরু: চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium) আরসিবির (RCB) বিরুদ্ধে দাদাগিরি অব্যাহত রইল কেকেআরের (KKR)। শুক্রবার বিরাট কোহলির (Virat Kohli) পাড়ায় তাঁদের সাত উইকেটে হারায় শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) দল। বেঙ্গালুরুর দেওয়া ১৮৩ রানের লক্ষ্য ১৯ বল বাকি থাকতেই তুলে ফেলে কলকাতা, অর্থাৎ হাড্ডাহাড্ডি নয়, ম্যাচ একপেশেই জিতেছে তারা। এবারের আইপিএলে এই প্রথমবার কোনও অ্যাওয়ে দল ম্যাচ জিতল। শুক্রবারের খেলায় একটি দলগত এবং দুটি ব্যক্তিগত রেকর্ড হয়েছে। দেখে নেওয়া যাক সেগুলো কী কী।

১) ২০১৫ সালের পর চিন্নাস্বামীতে কেকেআরকে হারাতে পারেনি আরসিবি। শুক্রবারের জয়ের পর এ মাঠে আরসিবির বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) সঙ্গে যুগ্মভাবে সফলতম দল হয়ে উঠল কলকাতা। দুই দলই আটবার করে এ মাঠে কোহলিদের হারিয়েছে। সমস্ত ভেন্যু মিলিয়ে আরসিবিকে এই নিয়ে ১৯ বার হারিয়ে দ্বিতীয় স্থানে কলকাতা। ২১ বার হারিয়ে একে চেন্নাই সুপার কিংস (VSK)।