Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

সৌরভ গাঙ্গুলীর কারখানার জন্য গরবেতায় ৩৫০ একর জমি

Updated : 5 Dec, 2023 7:13 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: বাংলায় তৃতীয় ইস্পাত কারখানা গড়ে তোলার ব্যাপারে ইতিমধ্যে ঘোষণা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, ওই কারখানার জন্য জমির ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে তাঁর কথা চলছে। সম্ভবত পশ্চিম মেদিনীপুরে সেই জমি পাওয়া যাবে।

সোমবার রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে যে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে ১ টাকার মূল্যে ৩৫০ একর জমি লিজে দেবে রাজ্য সরকার। শর্ত একটাই ওই জমি শুধু শিল্পের জন্যই ব্যবহার করতে হবে। তবে রাজ্য শিল্পোন্নয়ন নিগম ১ টাকায় জমি পেলেও তা শিল্পের জন্য কী শর্তে দেবেন তা এখনও পরিষ্কার নয়। অনেকে সময়ে নিলাম করে জমির লিজ- মূল্য স্থির করা হয়। অনেক সময়ে কর্মসংস্থানের সম্ভাবনা দেখে নাম মাত্র মূল্যেও শিল্পসংস্থাকে জমি দেয় সরকার।