ছটে কলকাতায় ৪০০০ পুলিশ
কলকাতা: রবীন্দ্র সরোবরে ১২ টি প্রবেশ পথ রয়েছে। প্রতিটি প্রবেশপথে বন্ধ করার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কেএমডি’র পক্ষ থেকে। ১৮ থেকে ২০ তারিখ দুপুর ১২ টা পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে রবীন্দ্র সরোবর। এই প্রবেশ পথগুলি বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হবে। সেই সঙ্গে জোরদার করা হচ্ছে নিরাপত্তা। প্রসঙ্গত, ছট পুজো উপলক্ষে কলকাতায় মোতায়ন করা হয়েছে ৪০০০ হাজার পুলিশ। থাকছেন ৩৫ জন ডিসি পদমর্যাদার অফিসার।লালবাজার সূত্রের খবর, রবীন্দ্রসরোবর এবং বেলেঘাটার সুভাষ সরোবরে ২৫০ করে মোট ৫০০ বাহিনী পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশেই রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে ছট পুজো নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। সেই কারণেই কেএমডিএ দুটি সরোবরকেই দূষণমুক্ত রাখার জন্য কোমর বেঁধে নেমেছে।
উল্লেখ্য, ২০১৯ সালে এই রবীন্দ্র সরোবরকে দূষণমুক্ত করতে বিভিন্ন প্রবেশ পথে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। কিন্তু ব্যারিকেড ভেঙে ছট পুজো করতে ভক্তরা সরোবরে ঢুকে পড়েছিলেন। জলে নেমে তাঁরা পুজো দেন। পুজোর সামগ্রীও জলে ফেলা হয়। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য পুলিশ ও কেএমডিএ যথেষ্ট সতর্ক।