চতুর্থ তলব, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় কেজরিকে ইডির নোটিস
Updated : 13 Jan, 2024 9:41 PM
AE: Samrat Saha
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee
নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় ফের তলব দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরীওয়ালকে। শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠানো হয়। এই নিয়ে চতুর্থ নোটিস পাঠানো হল তাঁকে। আগামী ১৮ জানুয়ারি তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।
এর আগে তিনবার ইডির তলবে হাজিরা না দেওয়ায় আপ প্রধানকে গ্রেফতার করা হতে পারে বলে দলের নেতারা প্রচার চালাচ্ছিলেন। কেজরিওয়ালের বাড়িতে ইডি ঢুকতে পারে এই আশঙ্কায় সকাল থেকে সেখানে জড়ো হয়েছিল দলের নেতা-কর্মীরা। ইডি-হাজিরায় না যাওয়ায় কেজরিওয়াল ও তাঁর দলকে তীব্রভাবে বিঁধতে শুরু করে বিজেপি। আগামী ১৮ জানুয়ারি তিনি হাজিরা দেন কি না, সেদিকেই নজর রয়েছে সকলের।
Tags: