Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ |
K:T:V Clock

পুরী নয়, ওড়িশার এই ৫ সমুদ্র সৈকত হয়ে উঠতে পারে আপনার নতুন গন্তব্য

Updated : 3 Aug, 2023 8:13 PM
AE: Samrat Saha
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: চলছে বর্ষায় মরশুম। আর এই সময় পাহাড়ে ধস নামার ভয় থাকে। তাই অনেকেই এই মরশুমে পাহাড় ভ্রমণ (Tour) অনেকেই এড়িয়ে চলেন। কিন্তু এই মরশুমে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের ঘরবন্দী করে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই পাহাড়-জঙ্গল এড়িয়ে চলে যান সমুদ্রে (Sea)। আর বাঙালির সমুদ্র বলতে দিঘা, পুরী, মন্দারমণি, তাজপুর। কিন্তু সেই একঘেয়ে দিঘা-পুরী যেতে কারই বা ভালো লাগে বলুন। তাই ওড়িশার এমন কিছু সমুদ্র সৈকত বেছে নিন, যা আপনাকে এনে দিতে সেরা অভিজ্ঞতা।

চাঁদিপুর- ওড়িশার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত হল চাঁদিপুর। এখানে কমবেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে। কারণ এখানে সমুদ্রের লুকোচুরি খেলা চলে। তাই সমুদ্র সৈকতকে ভ্যানিশ বিচও বলা হয়। এছাড়া চাঁদিপুরের সমুদ্রতটে বসে সিফুড খাওয়ার মজা নিতে পারেন। চাঁদিপুরের সমুদ্র সৈকতে বসেও আপনি সূর্যাস্ত দেখতে পারেন।

ঋষিকুল্যা- গঞ্জাম জেলার চিলিকায় অবস্থিত ঋষিকুল্যা। এই সমুদ্রতটে দেখা গিয়েছিল লক্ষাধিক অলিভ রিডলে কচ্ছপের ছানা। গঞ্জাম জেলার চিলিকায় অবস্থিত ঋষিকুল্যা। এখানে পর্যটকদের আনাগোনা থাকলেও তুলনামূলকভাবে ভিড় কম। সোনালি বালুচর আর নীল জল—বাড়িয়ে তোলে ঋষিকুল্যার সৌন্দর্য। ভুবনেশ্বর থেকে প্রায় ১৫০ কিলোমিটারের রাস্তা ঋষিকুল্যা।

আর্যবল্লি- ওড়িশার গঞ্জাম জেলায় অবস্থিত আর এক সমুদ্রতট। সোনালি বালুচর আর নীল জলের সঙ্গে রয়েছে সবুজ বনাঞ্চলও। নির্জন সমুদ্র সৈকতের খোঁজে থাকলে চলে যান আর্যবল্লি সমুদ্রতটে। বেরহামপুর থেকে ৩০ কিলোমিটার আর ভুবনেশ্বর থেকে ১৪৮ কিলোমিটারের পথ আর্যবল্লি।

চন্দ্রভাগা- কোনার্ক সূর্য মন্দিরের কাছে অবস্থিত চন্দ্রভাগা সমুদ্র সৈকত। আপনি যদি কোনার্ক ঘুরতে দেখতে চান, তাহলে অবশ্যই চন্দ্রভাগাকেও বাকেট লিস্টে রাখুন। ওড়িশার সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি হল এই চন্দ্রভাগা সমুদ্র সৈকত। প্রতি বছর ডিসেম্বরে এই সমুদ্র সৈকত আন্তর্জাতিক বালুশিল্প উৎসব অনুষ্ঠিত হয়।

অস্তরাঙা- ওড়িশার সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি হল এই অস্তরাঙা। অস্তরাঙায় বেশিরভাগ মানুষ ভিড় করেন সূর্যাস্ত দেখতে। তবে, অস্তরাঙার সমুদ্রতটে আপনি মাঝিদের সঙ্গে মাছ ধরা থেকে রান্না করা সবই করতে পারেন। এই সমুদ্রতটেও দেখা মিলতে পারে অলিভ রিডলে কচ্ছপের। পুরী থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরত্বে অবস্থিত অস্তরাঙা সমুদ্র সৈকত।