Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

অবিস্মরণীয়! ভারত-আফগানিস্তান ম্যাচে ভাঙল যে পাঁচ রেকর্ড

Updated : 18 Jan, 2024 8:05 PM
AE: Abhijit Roy
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

বেঙ্গালুরু: বুধবার এক অবিস্মরণীয় ক্রিকেট ম্যাচের সাক্ষী হয়েছে চিন্নাস্বামী স্টেডিয়ামের (Chinnaswamy Stadium) দর্শক এবং টিভি-ফোনে চোখ রাখা কোটি কোটি দর্শক। প্রথম ব্যাট করতে নেমে ২২ রানে চার উইকেট পড়ে গিয়েছিল ভারতের। বিরাট কোহলি (Virat Kohli) শূন্য রানে আউট। সেখান থেকে রোহিত শর্মা (Rohit Sharma) আর রিঙ্কু সিংয়ের (Rinku Singh) দুরন্ত ব্যাটিংয়ে ২১২ করে ভারত। আফগানিস্তান ম্যাচ টাই করে দেয় ফলে সুপার ওভার (Super Over) হয়। সুপার ওভারও টাই হওয়ায় ফের সুপার ওভার হয়। এবার ভারত ম্যাচ জিতে নেয়। এরকম ঘটনাবহুল ম্যাচে রেকর্ড তো হবেই। আসুন দেখে নেওয়া যাক বুধবার কী কী রেকর্ড হল।

১) বেঙ্গালুরুতে ভারত-আফগানিস্তানের খেলার দিনেই নিউজিল্যান্ডের ডুনেডুনে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ চলছিল। এখানে রোহিত ৬২ বলে অপরাজিত ১২১ করেন, ওদিকে কিউয়ি ব্যাটার ফিন অ্যালেন (Fin Allen) করেন ৫৮ বলে ১৩৭। একই দিনে দুটি আলাদা আন্তর্জাতিক টি২০ ম্যাচে শতরানের ঘটনা এই প্রথম।