পাকা ঘরের স্বপ্ন পূরণ, খুশির হাওয়া চা বলয়ে
Updated : 7 Feb, 2024 8:42 PM
AE: Samrat Saha
VO: Swarnali Dey
Edit: Silpika Chatterjee
রেড ব্যাঙ্ক চা বাগান (Red Bank Tea Garden) দীর্ঘ প্রায় ২০ বছর বন্ধ ছিল। কর্ম হারিয়েছিল হাজার অধিক চা শ্রমিক। রাজ্য সরকারের তৎপরতায় অবশেষে সেই চা বাগান খুলে গিয়েছে। হাসি ফুটেছে চা শ্রমিকদের মুখে। পেটের জ্বালা মিটেছে তাদের রাজ্য সরকারের তৎপরতায়। চোখে স্বপ্ন ছিল একটি ঘরের। অবশেষে রাজ্য সরকারের (West Bengal State Government) চা সুন্দরী প্রকল্পের (Cha Sundari Scheme) মাধ্যমে চা বাগানের ৫৬২টি পরিবার পেতে চলেছে পাকা ঘর।
Tags: