Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

আজও ঊর্ধ্বমুখী পারদ, ৭ জেলায় বৃষ্টির পূর্বাভাস

Updated : 6 Jan, 2024 10:19 PM
AE: Samrat Saha
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

কলকাতা: শীতের আমেজ থাকলেও পৌষ মাসেও জাঁকিয়ে শীত এখনও নেই বঙ্গে। ভোরবেলা বা সন্ধ্যায় হালকা শীত শীত অনুভব হলেও অন্যান্য বারের তুলনায় কলকাতার তাপমাত্রা এবার অনেকটাই বেশি। গত কাল কলকাতার সর্বনিম্ন (Kolkata Temperature) তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ তাপমাত্রার পারদ বাড়ল বেশ খানিকটা।

আজ তিলোত্তমার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রোদ থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে মকর সংক্রান্তির আগে শীতের হাওয়া গায়ে লাগতে পারে বঙ্গবাসীর। ১০ তারিখের পর তাপমাত্রা অনেকটাই কমতে পারে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে।