১৮ মাস পর মুক্ত কাতারে বন্দি ৮ প্রাক্তন নৌসেনা কর্মী
Updated : 12 Feb, 2024 8:24 PM
AE: Abhijit Roy
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee
নয়াদিল্লি: গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক ভারতীয় নৌবাহিনীর আট প্রাক্তন কর্মীকে মুক্তি দিল কাতার (Qatar)। আটজনের মধ্যে সাতজন ইতিমধ্যেই দেশে দিরে এসেছেন। এই ঘটনাকে ভারতের (India) কূটনৈতিক জয় হিসেবেই দেখছে বিশেষজ্ঞ মহল। ভারতের বিদেশ মন্ত্রক কাতারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। ওই আটজন দাহরা গ্লোবাল কোম্পানি (Dahra Global Company) নামে এক বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন।
বিদেশ মন্ত্রক (Ministry of Foreign Affairs) বিবৃতি দিয়ে জানিয়েছে, “কাতারে আটক দাহরা গ্লোবাল কোম্পানির কর্মী আট ভারতীয় নাগরিককে মুক্তি দেওয়াকে স্বাগত জানাচ্ছে ভারত সরকার। আটজনের সাতজন দেশে ফিরে এসেছেন। কাতার রাষ্ট্রের আমির তাঁদের মুক্তি এবং দেশে ফেরানোর যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি।”
Tags: