
কোভিড বংশের নতুন ভাইরাসের সন্ধান চীনে, আতঙ্ক
নয়াদিল্লি: কোভিডের (Covid 19) আঁতুড়ঘর চীনে (China) ফের নতুন করে আটটি নতুন ভাইরাসের (New Viruses) সন্ধান মিলেছে। এই ভাইরাস একেবারে নতুন, বিজ্ঞানীরা এর আগে কোনওদিন এ ধরনের ভাইরাস দেখেননি। এই আটটি নতুন ভাইরাসের মধ্যে একটি কোভিড ১৯-এর সমতুল জীবাণু। চীনের হাইনান দ্বীপে (Hainan island) এগুলির সন্ধান মিলেছে বলে ডেইলি মেল খবর জানিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই ভাইরাসগুলি মানবদেহে সংক্রমিত হওয়ার সম্ভাবনা খুব বেশি। এর আগে বাদুড় থেকে সংক্রমিত কোভিড ১৯ বিশ্বে অতিমারী রূপে দেখা দিয়েছিল। মৃত্যু হয়েছিল কয়েক লক্ষ মানুষের। বছর তিনেকের সেই তাণ্ডবে সর্বস্বান্ত হয়েছেন কয়েক কোটি মানুষ। দেশের ও বিশ্ব অর্থনীতিতেও লেগেছিল মন্দার ধাক্কা।
নতুন করে এই ভাইরাসের হদিশ মেলায় বিজ্ঞানীরা আরও সুলুক সন্ধানে নেমেছেন। মানবদেহে কতটা ক্ষতিকর ক্ষমতা রয়েছে এই ভাইরাসগুলির, সে সম্পর্কে আরও গবেষণা শুরু হয়ে গিয়েছে। যে জীবদেহে কোষে বা রক্তে এই ভাইরাস রয়েছে, তা বৃদ্ধি পেতে থাকলে ফের পশু থেকে মানুষের শরীরে সংক্রমিত হতে পারে রোগ। এর কারণ প্রাণিজগৎ হল বিস্তৃত, বহু প্রজাতির এবং সন্তান উৎপাদন ক্ষমতা অনেক বেশি।