
University of Kalyani | কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফলে অসন্তুষ্ট পড়ুয়ারা, চলছে বিক্ষোভ
কল্যাণী: কল্যাণী বিশ্ববিদ্যালয় পঞ্চম সেমেস্টারের ফলাফল প্রকাশ হয়েছে। দেখা গিয়েছে প্রায় ৮০ শতাংশ ছাত্রছাত্রী সাপ্লিমেন্টারি (Supplementary) পেয়েছে। এ নিয়েই ছাত্রছাত্রীরা (Students) ক্ষোভ প্রকাশ করেছেন। উত্তর পত্র রিভিউ (Review) বা পুনর্মূল্যায়নের দাবিতে বিশ্ববিদ্যালয় চত্বরে মঙ্গলবার শতাধিক ছাত্রছাত্রী বিক্ষোভে শামিল হন। বুধবার বিভিন্ন স্থান থেকে বহু তৃণমূল ছাত্র নেতা এই আন্দোলনে যোগ দিয়েছেন।
আন্দোলনে শামিল তৃণমূল (TMC) ছাত্র পরিসদের নেতৃত্ব বলেন, আমরা এখানে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে এসেছি। এই আন্দোলন কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকে নয়, এখানে আমারা শুধুমাত্র ওঁদের পাশে দাঁড়াতেই এসেছি।
আন্দোলনকারীদের দাবি, তাঁদের পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন করতে হবে। রিভিউ আগে চালু ছিল, কিন্তু তা বন্ধ করে দেওয়া হয়েছে। রিভিউ আবার চালু করতে হবে।
পরীক্ষা নিয়ামক কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিমলেন্দু বিশ্বাস বলেন, ছাত্রছাত্রীরা তাঁদের খাতা আর টিআই করে দেখতে পারবেন। তিনি আরও বলেন, আমি কাল ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলি, তাঁরা কথা বলে সন্তুষ্ট হয়ে ফিরে যান। কিন্তু বুধবার যে ছাত্র নেতারা আন্দোলনে যোগ দিয়েছেন তাঁরা কেন এসেছেন জানিনা। তাঁরাও কেউ যোগাযোগও করেননি। কথা বললে বুঝতাম তাঁরা কী চাইছেন। কোনও শিক্ষক চাননা ছাত্রছাত্রীরা পরীক্ষায় ফেল করুক। আমরা সবসময় চাই ওঁরা ভালো ফল করুক।