Panchayat Election | তৃণমূলকে তাড়াতে ৮৫ বছরের বৃদ্ধা উমারানী লড়াইয়ের ময়দানে
কাঁকসা: ৮৫ বছর বয়সে পঞ্চায়েতে বিজেপির প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিলেন কাঁকসার আমলাজোড়ার উমারানী মিশ্র। বিগত ২০ বছর ধরে বিজেপির সমর্থক তিনি। স্বামীর হাত ধরেই বিজেপির পতাকা ধরেছিলেন। স্বামী প্রয়াত হলেও দলের প্রতি তাঁর সমর্পণ আজও অক্ষুন্ন। তাই তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির লড়াইয়ে শামিল তিনিও। অভিযোগ, বিজেপি করায় জোটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ী। তবুও থেমে থাকেনি। ৮৫ বছর বয়সে পঞ্চায়েতে বিজেপি প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিয়েছেন কাঁকসার আমলাজোড়ার উমারানী।
পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের আমলাজোড়া পঞ্চায়েতের ধোবাঘাট গ্রামের বাসিন্দা তিনি। কয়েক বছর আগে এক ছেলে মারা গিয়েছেন। মৃত্যু হয়েছে স্বামীরও। কোনওরকমে বার্ধ্যকভাতায় তাঁর সংসার চলে। দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে বিজেপির করেন উমারানী। এর আগে আমলাজোড়ার বিহারপুর গ্রাম থেকে বিজেপির হয়ে প্রথম প্রার্থী হয়েছিলেন তিনি। এবার পঞ্চায়েতেও প্রার্থী উমারাণী।
তিনি নরেন্দ্র মোদির অন্ধ ভক্ত। বিজেপি করার জন্য এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাননি বলে অভিযোগ। সম্প্রতি রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে স্থানীয় বিজেপি নেতৃত্ব তাঁকে প্রার্থী করে চমক দিয়েছে। মনোনয়ন জমা দিয়ে ইতিমধ্যে প্রচারও শুরু করেছেন তিনি। তিনি জানান, করোনা আবহের লকডাউনে বিনামূল্যে রেশন সামগ্রী দিয়েছে কেন্দ্র সরকার। এছাড়া উজ্জ্বলা যোজনায় গ্যাস, পাকা বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে কেন্দ্র। আয়ুষ্মান কার্ড তৃণমূল রাজ্যে চালু করেনি। তাই গরিব মানুষের চিকিৎসার ক্ষেত্রে সমস্য়ায় পড়তে হচ্ছে। বিজেপিই একমাত্র গরিব মানুষের সাহারা। সুষ্ঠ নির্বাচন হলে, আমি অবশ্যই জিতব।”