Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৪ মে ২০২৪ |
K:T:V Clock

বায়রনের বাড়িতে তল্লাশিতে উদ্ধার বেশকিছু নথি, দাবি ইডির

Updated : 21 Dec, 2023 7:47 PM
AE: Samrat Saha
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

ধূলিয়ান: বুধবার সকাল থেকে টানা তল্লাশির পর গভীর রাত ১টা নাগাদ আয়কর দফতরের (IT Raid) আধিকারিকেরা বিধায়ক বায়রন বিশ্বাসের (Bayron Biswas) বাড়ি থেকে বের হন। আয়কর দফতর সূত্রে খবর, সাগরদিঘির বিধায়ক বায়রনের বাড়ি থেকে বেশকিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে। তবে নগদ অর্থ উদ্ধার হয়েছে কি না, সেটা এখনই পরিষ্কার নয়। আপাতত বায়রণ বাড়িতেই রয়েছেন বলে সূত্রের খবর।

গতকাল আয়কর হানা চলাকালীন অসুস্থ হয়ে পড়েন বায়রন। দেরি না করে তাঁর নিজের নার্সিংহোমেই তাঁকে ভর্তি করানো হয়। পরিবার সূত্রে খবর, বিধায়ককে দুপুরে জিজ্ঞাসাবাদ করা শুরু করেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। তখন থেকেই অসুস্থ বোধ করতে থাকেন তিনি। বাড়িতে চিকিসকদের নিয়ে আসা হয়। কিন্তু সন্ধ্যার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এর পর রাত ৯টা নাগাদ বাইরনকে তাঁর নিজের নার্সিংহোমে নিয়ে যাওয়া। রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন বিধায়ক।