Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৪ মে ২০২৪ |
K:T:V Clock

ড্রোনের সাজায্যে কীটনাশক প্রয়োগ, উদ্যোগ কৃষি দফতরের

Updated : 12 Jan, 2024 8:30 PM
AE: Hasibul Molla
VO: Swarnali Dey
Edit: Silpika Chatterjee

ড্রোনের সাহায্যে কীটনাশক দেওয়ার ব্যবস্থা শুরু করতে চলেছে কৃষি দফতর। বৃহস্পতিবার সিঙ্গুরের আথালিয়া গ্ৰামে কৃষি জমিতে পরীক্ষা মূলক ভাবে ড্রোন দিয়ে কীটনাশক প্রয়োগ করা হয়। চাষীদের বিষয়টি বোঝানোর জন্যই এই ব্যবস্থা। উন্নত এই প্রযুক্তি ব্যবহারের ফলে একদিকে কৃষকদের উৎপাদন খরচ কমবে। পাশাপাশি কৃষকরা ড্রোন কিনতে চাইলে সরকারের থেকে সাহায্য পাবে। বিজ্ঞানের উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে যেমন ধান কাটার মেশিন ব্যবহার করা হয় তেমনি ফসলে কীটনাশক প্রয়োগের ক্ষেত্রেও ড্রোনের ব্যবহার কৃষকদের অনেক সাহায্য করবে। এই প্রযুক্তি কীভাবে ব্যবহার করা হবে,কীভাবে কৃষকরা এই প্রযুক্তিতে লাভবান হবেন, তা পরীক্ষামূলকভাবে প্রদর্শনীর সঙ্গে ব্যাখা করে খুশি গ্রামবাংলার কৃষকরা।

Tags: