Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৪ মে ২০২৪ |
K:T:V Clock

বাড়বে তাপমাত্রা, ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস

Updated : 29 Jan, 2024 9:32 PM
AE: Samrat Saha
VO: Tosmina Khatun
Edit: Silpika Chatterjee

কলকতা: তাপমাত্রা এখনই কমার কোনও লক্ষণ নেই রাজ্যে। বরং চলতি সপ্তাহে পারদ কিছুটা ঊর্ধ্বমুখীই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর জানিয়েছে, আগামী কয়েকদিন রাজয জুড়ে কুয়াশা, মেঘলা আকাশ, এমনকী বৃষ্টির পূর্বাভাস বজায় থাকবে। শুক্রবার পর্যন্ত আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। সোমবার থেকে ঘনকুয়াশা থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে কুয়াশা থাকবে। আকাশও থাকবে মেঘলা। বুধ এবং বৃহস্পতিবার কলকাতা-সহ গোটা রাজ্যেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে তার পর তাপমাত্রার পারদ আবার নিম্নমুখী হবে কি না, কনকনে শীত ফিরবে কি না তা এখনও স্পষ্ট নয়।

মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে বুধবার থেকে মেঘলা আকাশ থাকবে। সোমবার দক্ষিণবঙ্গে মনোরম আবহাওয়া থাকতে পারে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সকালে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ।