
Habra News | নিজের বিয়ে রুখতে পুলিশের দ্বারস্থ নাবালিকা, মা-দিদার নামে অভিযোগ দায়ের
নিজের বিয়ে রুখতে পুলিশের দ্বারস্থ নাবালিকা। পুলিশের কাছে মা ও দিদার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের। অভিযোগ, মাত্র ১৫ বছর বয়সে নাবালিককে জোরপূর্বক বিয়ে দিতে চায় মা ও দিদা। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার বাণীপুর এলাকায়।
এদিন সকালে হাবড়া থানায় হাজির হয় ওই নাবালিকা। থানায় এসে পুলিশের কাছে কাতর আবেদন করে বলে, আমি পড়াশোনা করতে চাই। এখন বিয়ে করতে চাই না। আমার ১৮ বছর বয়স হলে ভেবে দেখব। অভিযোগ, তার মা ও দিদা জোর করে তার বিয়ে দিতে চায়। ওই নাবালিকা হাবড়ার বাণীপুর বাণী নিকেতন বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
তবে নাবালিকার ওই অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মা ও দিদা। তাঁদের দাবি, মাত্র ১৫ বছর বয়সে একাধিক যুবকের সঙ্গে সম্পর্ক রয়েছে। তাই নিজের মেয়েকে নিজের কাছেই রাখতে চায়। মেয়ে মিথ্যা অভিযোগ করেছে বলেও জানায় তাঁরা। নাবালিকার লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। মা সবিতা মণ্ডল ও দিদা কৃষ্ণা চট্টোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে হাবড়া থানার পুলিশ।
প্রসঙ্গত, দেশের প্রত্যন্ত এলাকায় অনেকেই মেয়েদের ১৮ বছর হওায়ার আগে বিয়ে দিয়ে দেয়। এমন অভিযোগ প্রতিদিনই ঘটে আসছে। তা রুখতে বহু পদক্ষেপ গ্রহণ করছে পুলিশ প্রশাসন। তবে এদিনের এই ঘটনায় ফের একবার সমাজের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল, অল্প বয়সে বিয়ে দেওয়া আইনত অপরাধ। মেয়েদের মানুষ করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে অনেক বড় জায়গায় যাওয়া যায়।