Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

রটারডামে অপর্ণা সেনের উপর তথ্যচিত্রের স্ক্রিনিং!

Updated : 21 Dec, 2023 8:38 PM
AE: Samrat Saha
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

কলকাতা: বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা সেন (Aparna Sen)। সত্যজিৎ রায়ের হাত ধরে ‘সমাপ্তি’ ছবির মাধ্যমে অভিনয় জগতে আসেন তিনি। পরবর্তী জীবনে একাধিক ছবি পরিচালনাও করেছেন তিনি। এখন সারা বিশ্বে তাঁর পরিচিতি জনপ্রিয় এক চলচ্চিত্র পরিচালক হিসেবে। অপর্ণা সেন পরিচালিত ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’, ‘পরমা’, ‘১৫ পার্ক অ্যাভিনিউ’, ‘৩৬ চৌরঙ্গী লেন’, ‘জাপানিজ ওয়াইফ’ ইত্যাদি ছবি সারা বিশ্বে প্রশংসিত।

জনপ্রিয় এই অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালকের উপর তথ্যচিত্র তৈরি করেছেন পরিচালক সুমন ঘোষ, নাম ‘পরমা: এ জার্নি উইথ অপর্ণা সেন’। দেবজ্যোতি মিশ্র এই তথ্যচিত্রে সঙ্গীত পরিচালনার কাজ করেছেন। সম্প্রতি জানা গেল, এই তথ্যচিত্রটি রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (International Film Festival Rotterdam) ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য বেছে নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই কথাই জানালেন তথ্যচিত্রের পরিচালক সুমন ঘোষ (Suman Ghosh)।