Placeholder canvas
কলকাতা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

21 July | Mamata Banerjee | দয়া করে মিডিয়া ট্রায়াল করবেন না, কাতর আর্তি মমতার

Updated : 21 Jul, 2023 7:23 PM
AE: Hasibu Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে সংবাদমাধ্যমকেও একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার তাঁর অভিযোগ, বিজেপি টাকা দিয়ে অধিকাংশ সংবাদমাধ্যমকে কিনে নিয়েছে।বিজেপির কথা মতোই তারা যা খুশি তাই প্রচার করে চলেছে। পঞ্চায়েত ভোটে ৭১ হাজার বুথের মধ্যে মাত্র তিনটি জায়গায় গোলমাল হয়েছে। তিনি বলেন, তাই নিয়ে বিরোধীরা হইচই শুরু করেছে। তাদের সঙ্গে তাল মেলাচ্ছে মিডিয়া। 

মমতা বলেন, কোনও অভিযোগ প্রমাণ হওয়ার আগেই মিডিয়া ট্রায়াল হয়ে যাচ্ছে। মিডিয়াই কাউকে চোর, কাউকে ডাকাত বলে দেগে দিচ্ছে। মিডিয়াকে বলছি, দয়া করে বিজেপির কথায় বাংলার অসম্মান করবেন না। পঞ্চায়েত ভোটে যে সব জায়গায় গোলমাল হয়েছে, সেখানে শাসকদলের কোনও ভূমিকা ছিল না। তিনি বলেন, বিজেপির কাছে বিক্রি হয়ে যাওয়া কিছু সংবাদমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভুল খবর লেখে বা সম্প্রচার করে। আর কিছু নেতিবাচক ব্যক্তি সেগুলি দেখেই সত্যি ভাবে। এদিকে বিজেপির কথা মতো আবার খবর না দেখানো হলেও চাপ। সেজেগুজে একদল লোক প্রতি সন্ধ্যায় চ্যানেলে বসে ইডি সিবিআইয়ের আমদানি করে।

শহীদ দিবসের সভায় মমতা আরও বলেন, পঞ্চায়েত ভোটের ৭০ হাজার বাংলার পুলিশ ছিল। আর ৮০ হাজার দিল্লি পুলিশ। কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। তা আমি সমর্থন করি না। তাই বলে সব দায় কি শাসকদলের? মুখ্যমন্ত্রীর দাবি, প্রতিটি ক্ষেত্রেই পদক্ষেপ করা হয়েছে।