১৫৫ বার কম্পনে বিধ্বস্ত জাপান
টোকিও: ইংরেজি নববর্ষের প্রথম দিন সকলে যখন উৎসবে মেতেছিলেন, তখন দুপুরের ঠিক পরেই কেঁপে ওঠে জাপান। মঙ্গলবার সকাল পর্যন্ত একের পর এক যে কটি ভূমিকম্প হয়েছে, তার মধ্যে সর্বোচ্চ দুটির রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.৬ ও ৬। সোমবার দুপুরের পর থেকে এখনও পর্যন্ত মোট ১৫৫ বার কেঁপে উঠেছে জাপানেই মাটি (Japan Earthquake)। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ এখনও আটকে পড়ে আছেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। মৃতের সংখ্য়া আরও বাড়ার আশঙ্কা আছে। গত কাল থেকে বহু বাড়িতে নেই বিদ্যুৎ-সংযোগ।
মঙ্গলবার সকালেও অন্তত ৬ বার কেঁপে উঠেছে জাপান। উত্তর-মধ্য জাপানের ইশিকাওয়া, নাইগাতা এবং তোয়ামায় সুনামি সতর্কতা জারি হয়েছে। সমুদ্রে ৫ মিটার অর্থাৎ সাড়ে ১৬ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে টোকিও আবহাওয়া দফতর। গতকালই জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সমুদ্র উপকূলবর্তী মানুষকে যত দ্রুত সম্ভব উঁচু এলাকা বা বাড়িতে আশ্রয় নিতে বলেছেন। প্রশাসনের তরফে বাসিন্দাদের এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধার কাজ চলছে।