বিয়েতে মেয়েকে বিশেষ উপহার আমিরের, দেখুন
উদয়পুর: গত ৩ জানুয়ারি মুম্বইয়ে এক বিলাসবহুল হোটেলে আইনি বিয়ে সেরেছেন আমির খানের কন্যা ইরা খান (Ira Khan)। দীর্ঘ দিনের প্রেমিক নূপুর শিখরেকে (Nupur Shikhare) আইনি মতে বিয়ে করেন ইরা। মায়ানগরীতে পারিবারিক অনুষ্ঠানের পর এবার উদয়পুরে শুরু হয়েছে জমাটি বিয়ের অনুষ্ঠান। রাজস্থানের উদয়পুরের এক বিলাসবহুল হোটেলে ৮ থেকে ১০ জানুয়ারি ইরা ও নূপুরের বিয়ের অনুষ্ঠান। গায়েহলুদ, মেহেন্দি, সঙ্গীত- সব মিলিয়ে জমজমাট ইরা-নূপুরের বিয়ের অনুষ্ঠান।
উদয়পুরের তাজ প্যালেসে হবে ইরা-নূপুরের সামাজিক বিয়ে (Ira Khan Wedding)। তাঁর আগে ৯ জানুয়ারি অনুষ্ঠিত হল তাঁদের সঙ্গীতের অনুষ্ঠান। সেখানেই প্রাক্তন স্ত্রী কিরণকে সঙ্গে নিয়ে গান গাইলেন বাবা আমির খান (Aamir Khan)। হরে রাম হরে কৃষ্ণ ছবি থেকে ফুলো কা তারো কা গানটি একসাথে গাইলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় আমির ও কিরণের গানের ভিডিও ভাইরাল হয়েছে।