Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

হাতে নেই বিয়ের আংটি, দূরত্ব বাড়ছে অভিষেক ঐশর্যার?

Updated : 5 Dec, 2023 7:21 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

বচ্চন পরিবারের সঙ্গে ঐশর্যার ভাঙ্গন নিয়ে জল্পনার মাঝেই নিতুন গুঞ্জন। শোনা যাচ্ছে অভিষেক বচ্চনের সঙ্গেও নাকি বাড়ছে বিশ্ব সুন্দরীর দূরত্ব। সম্প্রতি অভিষেক বচ্চনের একটি সাক্ষৎকারের ছবি সামনে আসে। যেখানে দেখা যায় তাঁর হাত থেকে উধাও বিয়ে আংটি। সেই ছবি প্রকাশ্যে আসার পরেই চর্চায় আরও ইন্ধন দিল।

কিছুদিন আগে এক সংস্থার অনুষ্ঠানে কিছু বক্তব্য রেখেছিলেন অভিনেতা। সেখানেই মঞ্চের উপরে অভিষেক বক্তৃতার সময়ে তাঁর যে ছবি তোলা হয়, সেখানে দেখা যায় বিয়ের আংটিটি অভিষেকের হাতে নেই। এর আগে তাঁর হাতে সব সময়েই বিয়ের আংটি দেখা গিয়েছে। ফলে ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে তাঁর দূরত্বের জল্পনা আরও জোরালো হয়েছে।