Placeholder canvas
কলকাতা সোমবার, ২৪ মার্চ ২০২৫ |
K:T:V Clock

কথা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ১০০ দিনের শ্রমিকদের টাকা দিলেন

Updated : 14 Dec, 2023 4:43 PM
AE: Samrat Saha
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

বারুইপুর: কথা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ১০০ দিনের কাজের টাকা পৌঁছে দিলেন বাড়ি-বাড়ি। দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে ১০০ দিনের (MGNREGA) কাজের জব কার্ড হোল্ডার যাঁরা দিল্লিতে ধর্নায় গিয়েছিলেন সেই শ্রমিকদের বাড়ি-বাড়ি টাকা পৌঁছে দেওয়া হল।

দলের সাধারণ সম্পাদকের নির্দেশে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস বৃহস্পতিবার সকালে নিজের বিধানসভা এলাকার মাতলা ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুরে ঘুরে সাংসদের পাঠানো টাকা ও শুভেচ্ছা বার্তা তুলে দিলেন সেই শ্রমিকদের হাতে। ক্যানিং মহকুমা এলাকার ১৮ জনকে প্রথম দফায় টাকা পাঠানো হয়েছে। এদিন বাপ্পা মিস্ত্রি, অন্নপূর্ণা শিকারি, স্বাতী মিস্ত্রির হাতে অভিষেক বন্দোপাধ্যায়ের পাঠানো টাকা তুলে দেন পরেশ। সাংসদ তথা তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের এই উদ্যোগে খুশি সকলেই।