
Dilip vs Abhishek| অভিষেকের ‘টার্গেট’ নিয়ে দিলীপের কটাক্ষ, অতদিন ওদের দলই থাকবে না
কলকাতা: সোমবার সকালে নিউ টাউনের ইকোপার্ক থেকে রাজ্য সরকার এবং শাসকদল তৃণমূল (TMC) কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন বিজেপি-র (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সাগরদিঘির মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ২০২৪-এর লোকসভা ভোটে ৪০টা আসনের টার্গেট বেঁধে দিয়েছেন, সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ওনারা টার্গেট দেন, পৌঁছনো অনেক দূর। এখন ৪০টা এমপি সিট জিতছেন। গত লোকসভা নির্বাচনে ওঁরা বলেছিলেন, ৪২-এ ৪২। পেয়েছিলেন ২২। আর আমরা বলেছিলাম ২২, পেয়েছিলাম ১৮। বোঝাই যাচ্ছে, কার ফলাফল কেমন।
তিনি আরও বলেন, ফুটবল খেলতে গিয়ে জুতোই চলে যাচ্ছে বলের সঙ্গে অনুকরণ করলে এরকম হবে। অরিজিনাল কিছু করুন এটা দিয়ে আর বেশি দিন চলবে না। তাঁর দাবি, ‘এখন উনি অমিত শাহকে নকল করছেন। মন্দিরে পুজো দিচ্ছেন, লোকের বাড়ি খাচ্ছেন, মেলামেশা করছেন, আর কত আসন জিতবেন, বলে দিচ্ছেন। অতদিন ওদের দলই থাকবে না! তার পরে তো জেতা-হারা।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে তৃণমূলকে ৪০টি আসন জেতার টার্গেট বেঁধে দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার দেনা-পাওনা নিয়ে যাতে আগামী দিনে কেন্দ্রের সরকার বঞ্চনা না-করতে পারে, সেজন্যই জোড়াফুলের কর্মী-সমর্থকদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, ৪০-এর লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপাতে হবে। রবিবার মুর্শিদাবাদের হরিহরপাড়ার জনসংযোগ যাত্রায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের যদি আজ ২২টি আসনের বদলে ৩৪-৩৫টি আসন থাকত তাহলে কেন্দ্র টাকা আটকাতে পারত? আগামী দিনে ৪০-এর লক্ষ্যমাত্রা নিয়ে আমরা ঝাঁপাব। মুর্শিদাবাদ জেলায় তিনটি আসনের মধ্যে তিনটিতেই আমাদের জয় চাই।
উল্লেখ্য, ২০১৪-এর লোকসভা ভোটে বাংলা থেকে ৩৪টি আসন পেয়েছিল জোড়াফুল শিবির। ২০১৯-এর ভোটে তা কমে হয়েছিল ২২। বাংলার প্রাপ্য নিয়ে এর আগেও অভিষেক একাধিকবার সরব হয়েছেন। দিল্লিতে কেন্দ্রের গ্রামোন্নয়নমন্ত্রকে নিজের দলের সাংসদদের নিয়ে গিয়ে একশো দিনের কাজে বাংলার প্রাপ্য নিয়ে দরবারও করেছেন। আবার রাজ্যের পাওনাগণ্ডা নিয়ে কলকাতায় ধর্না অবস্থানে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে কোনওভাবেই বাংলাকে কেন্দ্র বঞ্চনা না-করতে পারে, সেজন্য অভিষেক এদিন নিজের দলের নেতা-কর্মীদের কাছে ‘২৪-এর টার্গেট ঠিক করে দিলেন বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব।