Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Abhishek Banerjee | কেন্দ্রীয় এজেন্সি ডাকলেই হাজির হব, মন্তব্য অভিষেকের 

Updated : 18 May, 2023 6:10 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডাকলেই তিনি হাজির হবেন বলে ফের জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার বাঁকুড়ায় (Bankura) তিনি বলেন, আমি আগেও বলেছি। এখনও বলছি। কেন্দ্রীয় এজেন্সি আমাকে যেদিনই ডাকবে, আমি সেদিনই হাজিরা দেব। তদন্তে পূর্ণ সহযোগিতা করব। তবে আবারও বলছি, আমাকে ইডি (ED), সিবিআই (CBI) দিয়ে ভয় দেখিয়ে লাভ হবে না। আমি ফাঁসির মঞ্চে যেতেও প্রস্তুত। আমার বিরুদ্ধে অনেকে অনেক অভিযোগ করছেন। সেগুলি প্রমাণ করতে হবে। এর পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও বলেন, আজ কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে, তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছি। এটা যে কোনও ভারতীয় নাগরিকের অধিকার।  

এদিন দুর্গাপুর থেকে বাঁকুড়া যাওয়ার মুখেই ব্যাপক ঝড়বৃষ্টি শুরু হয়। ‘জনসংযোগ যাত্রা’র জন্য যে সমস্ত মঞ্চ বা মণ্ডপ করা হয়েছিল সেগুলি সব ভেঙে যায়। একই অবস্থা হয় বাঁকুড়াতেও। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দুর্গাপু্রে অভিষেক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, বিচার ব্যবস্থার উপর সম্পুর্ণ আস্থা আছে। আমি যে কোনও তন্দকারী সংস্থার মুখোমুখি হতে প্রস্তুত। 

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা অভিষেকের আর্জি খারিজ করে দেন। এর ফলে কেন্দ্রীয় এজেন্সির অভিষেককে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। একই সঙ্গে আদালতের সময় নষ্ট করার জন্য অভিষেক এবং জেলবন্দি কুন্তল ঘোষকে ২৫ লক্ষ টাকা করে জরিমানাও করে আদালত। এই প্রসঙ্গে তৃণমূল নেতা বলেন, যারা কথায় কথায় পিআইএল করে, তাঁদের কোনও জরিমানা করা হয় না। কনভয়ের গাড়িতে মানুষের মৃত্যু হলে যাঁরা রক্ষাকবচের আবেদন করেন, তাঁদের জরিমানা করা হয় না। অথচ আমি অধিকারকে সামনে রেখে বিচার ব্যবস্থার দ্বারস্থ হয়েছি বলে আমাকে জরিমানা করা হল। 

অভিষেক বলেন, আমাকে ভয় দেখিয়ে ‘নব জোয়ার’ কর্মসূচি স্তব্ধ করা যাবে না। কেব্দ্রীয় এজেন্সি ডাকলে দরকার হলে যাত্রা এক-দু দিন বন্ধ করে আমি তাদের দফতরে হাজির হব। কুন্তল ঘোষকে দিয়ে জোর জবরদস্তি করে আমার নাম বলানোর চেষ্টা করা হচ্ছে। মদন মিত্র, কুণাল ঘোষকে দিয়েও একই চেষ্টা করা হয়েছিল। ২৯ মার্চের জনসভায় আমি এই কথাই বলেছি। তিনি বলেন, টিভির পর্দায় যাঁকে টাকা নিতে দেখা গিয়েছে তাঁকে কখনও সিবিআই ডাকে না, তার ব্যাপারে আদালতও তৎপর হয় না। 

তৃণমূল নেতা বলেন, আমি এখনও বলছি, আমার বিরুদ্ধে যে সব অভিযোগ করছেন, এক হাতে তার প্রমাণ দিন, অন্য হাতে আমাকে ফাঁসিয়ে দিন। এমন দৃষ্টান্ত স্থাপন করুন, যাতে আগামী ২০০ বছরে কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত হতে না পারে।