Placeholder canvas
কলকাতা সোমবার, ২৪ মার্চ ২০২৫ |
K:T:V Clock

বিচ্ছেদের গুঞ্জনে কি অবশেষে ইতি টানলেন অভিষেক-ঐশ্বর্য!

Updated : 7 Mar, 2025 5:36 PM
AE: Hasibul Khan
VO: Subhangi Mukhopadhyay
Edit: Mousumi Biswas

ওয়েব ডেস্ক: বিচ্ছেদের গুঞ্জনে কি অবশেষে ইতি টানলেন অভিষেক-ঐশ্বর্য! বিচ্ছেদের সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার একসঙ্গে ধরা দিলেন তারকা দম্পতি। তাঁদের একসঙ্গে দেখে আনন্দে আত্মহারা ঐশ্বর্য-অভিষেকের ভক্তরা। কিন্তু কোথায় একসঙ্গে দেখা গেল তাঁদের? চলুন জেনে নেওয়া যাক…

গত ২ বছর ধরে ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের সম্পর্কে চিড় ধরেছিল। শোনা যাচ্ছিল, তাঁরা নাকি একসঙ্গে থাকেন! এমনকি ঐশ্বর্য-অভিষেকের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন হয়েছে। এবার সেই সব জল্পনার অবসান ঘটিয়ে একসঙ্গে ধরা দিলেন তারকা দম্পতি। তাঁদের একসঙ্গে দেখে আনন্দে আত্মহারা ঐশ্বর্য-অভিষেকের ভক্তরা। তারকা দম্পতির ছবি হরিনাম দাসের ইনস্টাগ্রাম থেকে পোস্ট করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে, অভিষেকের পরনে আইভরি রঙের গলাবন্ধ এবং ঐশ্বর্য পরেছিলেন একই রঙের আনারকলি। ইস্কনের মহারাজ হরিনাম দাসের সঙ্গে দেখা করেন তাঁরা। এর আগে গত বছরের শেষে মেয়ে আরাধ্যা বচ্চনের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল অভিষেক-ঐশ্বর্যকে। তাঁদের একসঙ্গে ছবি দেখে অনেকের দাবি, তাঁদের বিচ্ছেদের চর্চা রটনা মাত্র। যদিও আদতে তাঁদের সম্পর্কের মোড় ঠিক কোনদিকে নেবে, তা এখনই বলা কঠিন।