গর্বিত বঙ্গবাসী, বুর্জ খলিফায় টলির বাদশা যিশু!
কলকাতা: বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। টালিগঞ্জের গণ্ডি পেরিয়ে এখন হিন্দি এবং তামিল ছবির দুনিয়াতেও বেশ রমরমা অভিনেতার। তাঁর অনাবিল হাসি থেকে ডায়লগ ডেলিভারিং, সবটুকুতে বারবার মুগ্ধ হতে হয়। সম্প্রতি অভিনেতার মুকুটে জুড়ল নতুন পালক। বুর্জ খালিফায় (Burj Khalifa) ভেসে উঠল তাঁর মুখ। যেখানে একাধিকবার দেখা মেলে বলিউড বাদশা শাহরুখ খানকে। তাঁর জন্মদিন উপলক্ষে সেজে ওঠে এই বুর্জ খালিফা, সেখানেই দেখা গেল যিশুকে।
বুর্জ খলিকায় সলমন খান, সোনু সুদ, সোহেল খান, আল্লু অর্জুনদের সঙ্গে ভেসে উঠল অভিনেতা যিশু সেনগুপ্তের মুখ। বলি তারকাদের পাশে দাঁড়িয়ে সেই মুহূর্ত উপভোগ করতে দেখা গেল অভিনেতাকে। দুবাইয়ের আইকনিক বুর্জ খলিফায় যেখানে ট্রেলার লঞ্চ হয় শাহরুখের ছবির, বিশ্বের সর্বোচ্চ সেই বহুতলেই প্রথম টলিউড তারকা হিসাবে দেখা মিলল যিশুকে। যা দেখে এক কথায় উচ্ছ্বসিত অভিনেতার অনুরাগীরা। কিন্তু কোন উপলক্ষে বুর্জ খালিফায় দেখা মিলল অভিনেতার মুখ?