Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

জীবনকৃতী পেলেন অভিনেতা মোহন আগাসে

Updated : 30 Jan, 2024 8:37 PM
AE: Abhijit Roy
VO: Swarnali Dey
Edit: Silpika Chatterjee

কলকাতা: ২৮ জানুয়ারি চতুর্থ ইন্টারন্যাশনাল কলকাতা শর্টফিল্ম ফেস্টিভ্যালের সমাপ্তি অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। মুনমুন সেন, মোহন আগাসে, জয়া শীল, ফাল্গুনী চট্টোপাধ্যায়ের মত তারকা শিল্পীরা উপস্থিত ছিলেন। প্রায় ৩৫টির বেশি পুরস্কার দেওয়া হয় এইদিনের অনুষ্ঠানে। প্রতি বছরের মত এবারেও ‘জীবনকৃতী পুরস্কার’ এবং ‘জীবনগুহ মেমোরিয়াল পুরস্কার’ প্রদান করা হল। এবারে জীবনকৃতী পুরস্কার (Lifetime Achievement Award) পেলেন বর্ষীয়াণ অভিনেতা মোহন আগাসে (Mohan Agashe)।